খাগড়াছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পল্টনজয়পাড়া এলাকায় বিশেষ অভিযানে ১টি ভারতীয় রাজপুত ম্যাগনাম শটগান ও ৩০ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করে পুলিশ।
এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিশেষ অভিযানে নিতু চাকমা (৩৫) এবং পলিময় ত্রিপুরা (৩৪) নামে দুই যুবককে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, উভয়ই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সঙ্গে জড়িত।
আটক নিতু চাকমা ২০১৮ সালের ৪ মে রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যাকাণ্ডের আসামি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ রশীদ জানান, অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের কথা শুনেছি।