নগরের চেরাগী পাহাড়ে ব্যতিক্রমী এক আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ। রাস্তার ধারে বোধনের এ আয়োজন প্রাণভরে উপভোগ করে স্থানীয় জনতা, সংস্কৃতিপ্রেমীসহ পথচারীরা।
মূলত বিজয় দিবসকে কেন্দ্র করেই এ আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনে বোধনের শিল্পীদের পাশাপাশি আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসসহ আরও কয়েকটি সংগঠনের আবৃত্তিশিল্পী।
রাস্তার উপর স্থাপন করা মঞ্চের একপাশে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় বীর শহীদদের। এর পাশেই ছিল বোধনের শিশুশিল্পীরা। তাদের কারো পরনে ছিল সবুজ জামা আর লাল পায়জামা, আবার কারো পরনে ছিল সবুজ ফতোয়া আর লাল পায়জামা।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বোধনের ব্যতিক্রমী এ আয়োজন চলছিল।