বোয়ালখালীতে পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমনে রূপন দাশ (৫৫) নামের একজন নিহত হয়েছে। এ সময় চন্দন জলদাশ নামের একজন গুরুতর আহত হন।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার জৈষ্ট্যপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রূপন জ্যৈষ্ঠপুরা ৯নং ওয়ার্ড এলাকার মৃত যতীন্দ্র দাশের ছেলে। তাঁর ১ ছেলে ও মেয়ে রয়েছে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. মোকারম জয়নিউজকে বলেন, ভোরে জ্যৈষ্ঠপুরা সুর্যব্রত বিলে কৃষি জমিতে কাজ করার সময় হাতির পালের কবলে পড়ে নিহত হয় রূপন দাশ। এ ছাড়া খরনদ্বীপ কেরানীবাজার এলাকার চন্দন জলদাশ নামের একজন গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, একমাস ধরে পাহাড় থেকে নেমে এসে হাতির দল লোকালয়ে বসতঘর ভাঙচুর ফসলাদির ব্যাপক ক্ষতি করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জয়নিউজকে বলেন, এ ব্যাপারে বন বিভাগের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করছে।
এরআগে ২৪ নভেম্বর বোয়ালখালীতে হাতির আক্রমনে তিনজন নিহত হয়েছে।
জয়নিউজ/শাহীনূর/বিআর