ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মো. হোসেন ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিচারিক আদালতের দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে রোববার (১৫ ডিসেম্বর) এ আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে ডেসটিনির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
২০১৬ সালের ২০ জুলাই শর্তসাপেক্ষে মো. হোসেন ও রফিকুল আমিনকে জামিন দেন হাইকোর্ট। পরে দুদকের আবেদনে তা স্থগিত করে দেন আপিল বিভাগ। এ আবেদনের শুনানির একপর্যায়ে আত্মসাৎ করা টাকা জমা দেওয়ার কথা বলেন সর্বোচ্চ আদালত। ১৩ নভেম্বর ডেসনিটির পক্ষ থেকে গাছ বিক্রি করে টাকা দেওয়ার কথা বলা হয়।
হলফনামা দিয়ে আদালতকে জানানো হয়, তাদের কাছে ৩৫ লাখ গাছ আছে। প্রতিটি গাছ আট হাজার টাকায় বিক্রি করে ২ হাজার ৮শ’ কোটি টাকা দিতে পারবেন তারা।
এর পরিপ্রেক্ষিতে জামিনের শর্ত পূরণে আপিল বিভাগ কারাবন্দি দুই আসামিকে গাছ বিক্রির সব কাগজপত্রে সই করার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
কিন্তু কয়েকমাস পর তারা এ আদেশের সংশোধন চেয়ে আবেদন করেন। আবেদনে কারাগারে থাকায় এ শর্ত পূরণ সম্ভব হচ্ছে না বলে আদালতকে জানান তারা। ২০১৭ সালের ৩০ নভেম্বর আপিল বিভাগ সংশোধন চেয়ে করা আবেদন খারিজ করে দেন।
জয়নিউজ