সরকার গঠিত মেডিকেল বোর্ড নিয়ে ‘অসন্তুষ্ট’ বিএনপি। এই মেডিকেল বোর্ড দিয়ে খালেদা জিয়ার ‘উপযুক্ত’ ও ‘সঠিক’ চিকিৎসা হবে না বলে মনে করছেন দলের নেতারা।
রোববার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা মনে করি সরকারদলীয় চিকিৎসকদের দিয়ে বেগম খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসা হবে না। আগে যারা খালেদার চিকিৎসা করতেন, তাদের অন্তর্ভুক্ত করে নতুন করে মেডিকেল বোর্ড গঠন ও সেই বোর্ডের মাধ্যমে বিএনপি চেয়ারপাসনকে চিকিৎসা দেওয়া হোক।
স্বরাষ্ট্রমন্ত্রী কথা রাখেননি উল্লেখ করে এ সময় মোশাররফ বলেন, শুধু সরকারের দেওয়া ডাক্তারদের দিয়ে বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের পরামর্শে সঠিক চিকিৎসা হবে না।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
জয়নিউজ/আরসি