আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। তাদেরকে সঠিক ইতিহাস জানানো গেলে সুখী-সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, চিত্রাংকন, দেশের গান প্রতিযোগিতা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিছ আলী। বিশেষ অতিথি ছিলেন তথ্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক ওমর ফারুক দেওয়ান, চিত্রশিল্পী অধ্যাপক সৌমেন দাশ, উইমেন চেম্বারের পরিচালক রেবেকো নাসরিন ও সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল।
এতে আরও বক্তব্য রাখেন শিশু প্রতিনিধি মারিসা।
উল্লেখ্য, এমএ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ডিসপ্লে প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করে। শিশু একাডেমির শিক্ষার্থীদের হাতে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান পুরস্কার তুলে দেন।