বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই রোহিঙ্গার কাছ থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক আবদুল সালাম (১৯) ও মো. পেঠান (১৮) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩ এর সদস্য।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্তের গর্জনবুনিয়া এলাকা থেকে পাচারের সময় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় প্যাকেটে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৩৪ বিজিবির নায়েক সুবেদার শহিদুল আলম।
এদিকে আটকের পর ওই দুই রোহিঙ্গাকে নাইক্ষ্যংছড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জয়নিউজকে বলেন, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জয়নিউজ/আলাউদ্দিন