সত্যপ্রিয় মহাথের অসাম্প্রদায়িক গুণী পণ্ডিত ছিলেন: বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং বলেন, একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত সত্যপ্রিয় মহাথের অসাম্প্রদায়িক চেতনার একজন গুণী পণ্ডিত ছিলেন। গুণী পণ্ডিত ও ধর্মীয় গুরুর অন্ত্যেষ্টিক্রিয়া জাতীয় মর্যাদায় উদযাপন করা হবে। দেশ-বিদেশের অতিথিরাও থাকবেন এ অনুষ্ঠানে।

- Advertisement -

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

সত্যপ্রিয় মহাথের অসাম্প্রদায়িক গুণী পণ্ডিত ছিলেন: বীর বাহাদুর
এতে সভাপতিত্ব করেন অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ সভাপতি প্রিয়রত্ন থের।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংসদ সাইমুম সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ, সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, আর্ন্তজাতিক অপরাধ দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর আবদুল হান্নান, কক্সবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফি উল্লাহ, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক হামিদুল হক, কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুপ্তভূষণ বড়ুয়া ও দীপংকর বড়ুয়া পিন্টু, ডা. মিছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, কক্সবাজার বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বাবুল বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম ও নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তছলিম ইকবাল চৌধুরী।

- Advertisement -islamibank

সভায় স্বাগত বক্তব্য রাখেন অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী তরুণ বড়ুয়া।

উল্লেখ্য, ২৭-২৯ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী প্রয়াত বৌদ্ধ ভিক্ষু সত্যপ্রিয় মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM