শীতের কুয়াশা ভেদ করে সূর্য যখন আকাশের পুর্ব কিনারায় দেখা দেয়, তখন সূর্যের রক্তিম আলোর প্রতিচ্ছবি পড়ে নদীর জ্বলে। আবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কর্মমুখর হয়ে উঠে নদীর তীর। মাঝিরা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। ঘাট শ্রমিকরাও কর্মব্যস্ত হয়ে উঠে পণ্য খালাসে। আর ফিশারিঘাটে চলে মাছ বিকিকিনির হাঁকডাক।
নগরের কর্ণফুলীর শাহ আমানত এলাকা থেকে ছবিগুলো তুলেছেন জয়নিউজের ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়া