ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে স্ত্রী আয়শা হাসান আবেদের কবরেই চিরনিদ্রায় শায়িত হন তিনি।
এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। দুপুর ১২টা ৪৬ মিনিটে সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ২৮ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।