রাউজানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীদের নিয়ে আসা উদ্ভাবনী প্রযুক্তির বাছাই করে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
রোববার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বাছাই করে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মামনুন আহম্মদ অনীক।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী, শিক্ষক মোহাম্মদ আলী ও গৌরি প্রভাদাশ।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর দুদিন উপজেলা পরিষদ মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আয়োজিত মেলায় ক্ষুদের বিজ্ঞানীদের উদ্ভাবনা করা প্রযুক্তি স্টল সাজিয়ে প্রদর্শনী করা হয়। এই মেলায় অংশ নেন ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান।