কোরআন এবং মুহাম্মদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট দেওয়ায় এক অধ্যাপককে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।
জানা যায়, ২০১৩ সালের মার্চে ফেসবুকে মুহাম্মদ এবং কোরআন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনেইদ হাফিজ (৩৩)। তাঁকে গ্রেপ্তার করে ধর্মদ্রোহের মামলা দায়ের করে পুলিশ।
সেই থেকে এতদিন ধরে মামলার শুনানি চলছিল। এর মধ্যে একাধিকবার বিচারপতি বদলি হয়েছেন। শুনানিও স্থগিত হয়েছে অসংখ্যবার। শেষপর্যন্ত শনিবার (২১ ডিসেম্বর) তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা শোনান মুলতানের একটি আদালত।
এদিকে নিম্ন আদালতের এই রায়কে লাহৌর হাইকোর্টে চ্যালেঞ্জ জানাবেন বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন জুনেইদের আইনজীবী আসাদ জামাল।