কম্বল নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন ইউএনও

সারাদেশের মতো পাহাড়েও জেঁকে বসেছে শীত। চারদিকে অন্ধকার আর ঘন কুয়াশা। বৃষ্টির মতো ঝড়ে পড়ছে কুয়াশা। এ অবস্থায় পাহাড়ের নিম্ন আয়ের মানুষগুলো  শীতে যুবুথুবু।  কনকনে শীতে পাহাড়ের জনজীবন যখন বিপর্যস্ত। আর তখনই অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।

- Advertisement -

রোববার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত মাটিরাঙ্গার হাতিয়াড়া, কাজীপাড়া ও নতুনপাড়ার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী সঙ্গী হন তাঁর।

- Advertisement -google news follower

জানা গেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া কম্বলগুলো যাতে প্রকৃত অসহায় ও দু:স্থ শীতার্তদের হাতে পৌঁছে দিতেই বাড়ি বাড়ি ছুটছেন ইউএনও।দিনের দাপ্তরিক কাজ শেষে শীতার্ত মানুষের দরজায় দাঁড়াচ্ছেন কম্বল নিয়ে। পরম মমতায় উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন তাদের মাঝে।

কাজীপাড়ার শ্রমজীবি এরশাদ আলী বলেন, প্রচণ্ড শীতে যখন আমরা অনেকটা অসহায় তখন আমার কুড়েঘরে আচমকা কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও স্যার। আমার হাতে তুলে দেন কম্বল।

- Advertisement -islamibank

হাতিয়াপাড়ার সেলিম মিয়া বলেন, সারাদিন রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালাই। যেখানে নুন আনতে পানতা পুড়ায় সেখানে গরম কাপড় কেনার সামর্থ্য নেই। শীত নিবারনে স্যার পরিবারের সবার জন্য কম্বল দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, পাহাড়ি জনপদের শীতার্ত মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘কম্বল’ পৌছে দিতে পারছি এটাই আমার স্বার্থকতা।

তিনিিআরো বলেন, সরকারি বরাদ্ধ শেষ হলে স্থানীয়ভাবে কম্বল সংগ্রহ করে শীতার্ত মানুষের মাঝে ফের বিতরণ করা হবে।

জয়নিউজ/জাফর/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM