ভারতের ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে কংগ্রেসের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। বিজেপিকে হারিয়ে শেষ হাসি হাসছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেস জোট।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই ভোট গণনা চলছে। ইতোমধ্যেই বিজেপিকে হটিয়ে ঝাড়খন্ডের মসনদে বসতে যাচ্ছে কংগ্রেস জোট।
এনডিটিভির খবরে বলা হয়, কংগ্রেস জোট ইতোমধ্যেই ৪২ আসনে জয়লাভ করেছে। অপরদিকে, ক্ষমতাসীন বিজেপি দল ২৮টি আসনে জয়ী হয়েছে। ওই রাজ্যে বিধানসভায় মোট আসন ৮১টি। সরকার গড়তে প্রয়োজন ছিল ৪১টি আসন। ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে নিয়েছে কংগ্রেস জোট।
ঝাড়খন্ডের এই নির্বাচন বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের এই ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির সাম্প্রতিক সময়ে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য একটি পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে।
ঝাড়খন্ডে তিন কোটির বেশি মানুষ বসবাস করে। ওই রাজ্যের নিয়ন্ত্রণ বর্তমানে বিজেপির হাতেই রয়েছে।
গত বছর রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কংগ্রেসের কাছে হেরেছিল বিজেপি।