বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে ভোট চুরি করেছিল, এবারের উপনির্বাচনে সেটা সম্ভব হবে না। আমাদের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবে। যদি উপনির্বাচনে ভোট কারচুপি হয় তবে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরের বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের ধানের শীষ প্রতীকের প্রধান কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি প্রার্থী আবু সুফিয়ানকে ১৩ জানুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মীর নাছির বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আজকে একটি গণতান্ত্রিক দেশে জনগণ ভোট দিতে পারবে কি-না শংকায় থাকতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। জনগণ কেন বার বার ভোট দিতে পারবে না? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই প্রত্যয় নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেব। কাউকে ভোটাধিকার হরণ করতে দেব না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনো অপশক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।
কার্যালয় উদ্বোধনের পর প্রধান অতিথি মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও আবু সুফিয়ানের নেতৃত্বে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাড়াইপাড়া, ওমর আলী মাতব্বর মহল্লা রোডসহ বিভিন্ন এলাকা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, নগর বিএনপির সহসভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য অধ্যাপক শেখ মহিউদ্দিন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, সহসাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গির আলম, মো. বখতেয়ার, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, নগর বিএনপির সহদপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী ও সহশ্রম সম্পাদক আবু মুসা।