হত্যাচেষ্টার অভিযোগে ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের নাম উল্লেখ এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ডি এম সাব্বির হোসেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মামলার এজাহারটি আদালতে আসে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এজাহারটি গ্রহণ করেন। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমানকে মামলাটি তদন্ত করে আগামী ৫ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আসামিরা হলেন- সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুহাম্মদ রাশেদ খাঁন, মশিউর রহমান, আবু হানিফ, এ পি এম সুহেল, আমিনুল ইসলাম, তুহিন ফারাবী (চার্টার্ড বিশ্ববিদ্যালয় কলেজ), মেহেদী হাসান, সালেহ উদ্দিন সিফাত (ঢাবির জসীম উদ্দিন হল), নাজমুল হাসান, আয়াতুল্লাহ বেহেশতী, রবিউল হোসেন, আরিফুর রহমান, সাইফুল ইসলাম, আরিফুর রহমান, বিন ইয়ামিন মোল্লা (ঢাবির এ এফ রহমান হল), তরিকুল ইসলাম (এ এফ রহমান হল), আব্দুল্লাহ হিল বাকী (মুহসীন হল), আকরাম হোসেন (এ এফ রহমান হল), আসিফ খান (বিজয় একাত্তর হল), সানাউল্লাহ হক (জিয়া হল), আতাউল্লাহ (শহীদুল্লাহ হল), শাকিল মিয়া (মুহসীন হল), হাসানুল বান্না (বিজয় একাত্তর হল), রবীরুল ইসলাম, রাজ, আরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন।