কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে কেউ প্রাণে বেঁচে আছেন কিনা, তা জানা যায়নি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বাণিজ্যিক রাজধানী আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বেক এয়ারের ওই প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
প্লেনটি দেশের সবচেয়ে বড় শহর আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। এতে ৯৫ যাত্রী ও পাইলটসহ পাঁচজন ক্রু ছিলেন।
আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনটি উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। সেসময় এক নারীকে চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে শোনা যায়।
জয়নিউজ/পিডি