৪ গুণীকে সংবর্ধনা দিচ্ছে কদলপুর স্কুল প্রাক্তন ছাত্র সমিতি

রাউজানে চার গুণীজনকে সংবর্ধনা দিবে কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতি।

- Advertisement -

শুক্রবার (২৭ ডিসেম্বর) সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

- Advertisement -google news follower

চারগুণী ব্যক্তিরা হলেন-জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনীর চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোহসিন চৌধুরী, অগ্রণী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিজাম উদ্দীন আহম্মেদ চৌধুরী ও চট্টগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোজাহিদুল ইসলাম চৌধুরী।

কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তছলিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি বক্তা ছিলেন সমিতির উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আলী, মাস্টার মো. জসীম উদ্দিন চৌধুরী, মো. মুজিবর রহমান ও এসএম হান্নান উদ্দিন।
প্রাক্তন ছাত্রসমিতির সভাপতি বিশ্বজিত ভট্টাচার্যের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ফরহাদুর রহমান চৌধুরী, মো. সেলিম উদ্দিন, মো. ওসমান চৌধুরী, মোহাম্মদ ইদ্রিচ, ছৈয়দ মোহাম্মদ মকছুদুল আলম, মুহাম্মদ আরমান চৌধুরী, মঈনুদ্দিন চৌধুরী, পংকজ ভট্টাচার্য, মো. আজগর আলী আরজু, মো. হাসান উদ্দীন চৌধুরী, মো. রাজা মিয়া সিকদার, মো. সাইফুল্লাহ আনছারী, মো. আজগর আলী চৌধুরী, মো. মহিউদ্দীন চৌধুরী, মো. নুরউদ্দীন, কাজী আহসানুল করিম আনাস, মো. একরাম হোসেন, জুয়েল ভট্টাচার্য, নিতাই বিশ্বাস, মো. সাইফুদ্দিন, আহম্মদ ছফা নাঈম, প্রণয় আচার্য, সমীর দাশ, তনয় আচার্য, অলক ভট্টাচার্য ও রাজেশ ভট্টাচার্য।

- Advertisement -islamibank

পরে সভায় সাংবাদিক মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও মো. সাইফুল্লাহ আনছারীকে সদস্যসচিব করে একটি সংবর্ধনা উপ-কমিটি গঠন করা হয়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM