৬ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল।
শনিবার(২৮ ডিসেম্বর) রাত ১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণ পাড়ার শশীদলে ঢাকাগামী মেইল ট্রেনের দুটি বগি ইঞ্জিনসহ লাইনচ্যুত হয়ে যায়। এতে চট্টগ্রাম-ঢাকার মধ্যে রের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত হননি।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থা্পক নাসির উদ্দিন জয়নিউজকে জানান, শনিবার রাত ১টার দিকে শশীদল স্টেশনে প্রবেশ করার সময় দুর্ঘটনায় পড়ে মেইল ট্রেনটি দুটি বগিসহ লাইনচ্যুত হয়ে যায়। পরে আখাউড়া ও লাকসাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত মেইল ট্রেনটি উদ্ধার করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।