খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদসহ পেক্ষ্যা চাকমা নামে এক ইউপিডিএফ কর্মীকে আটক করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সমুরপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে নিরাপত্তাবাহিনী।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ক্যাপ্টেন সুহাদের নেতৃত্বে একটি দল লক্ষ্মীছড়ি বাজার থেকে পেক্ষ্যা চাকমাকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পেক্ষ্যার বাড়িতে অভিযান চালানো হয়। লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রাব্বির নেতৃত্বে এ অভিযানে আটক করা হয় পেক্ষ্যাকে। এ সময় একটি দেশি এলজি, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল, চাঁদা আদায়ের রশিদ, লিফলেট, চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
লক্ষ্মীছড়ি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. বায়েছুল ইসলাম জয়নিউজকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।