বেশ কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহের পর কুয়াশা ভেদ করে তেজের সাথেই সূর্যের দেখা মিলেছে সকাল থেকেই। আবহাওয়া অধিদফতর বলছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সারাদেশের বেশিরভাগ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়াবে।
তবে মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
মঙ্গলবার আবহাওয়া পূর্বাভাসে পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
জয়নিউজ/পিডি