শিক্ষার মানোন্নয়ন ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই পাঠ্যপুস্তক তুলে দিয়েছেন।
বই উৎসব উপলক্ষে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইলিয়াছ উদ্দীন এ মন্তব্য করেন।
এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক লোটন দাশ।
সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এমএ নাসের, আলতাফ হোসাইন, আবদুর রহমান ও তাহেরা বেগম।
এতে আরও বক্তব্য রাখেন ছাদুর রশিদ চৌং, সেলিনা পারভীন, তুষার কান্তি মল্লিক, আবদুল মাবুদ, জাহাঙ্গীর আলম, রহিমা খালেছা, মিতা পাল, মারুফা জান্নাত, স্বাগতম দাশ, টিটু দাশ, শহিদুল ইসলাম, আবু তাহের, মোহছেনা মাহমুদা, মান্না বড়ুয়া ও মোরশেদুল আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের এবং সহকারী শিক্ষক নাসরিন সুলতানা, জেবুন নেছা জবা, মেহেরু ন্নেছা, তাছলিমা জাহান কেমি, নুর আক্তার কলি ও তাহমিনা আক্তার রিংকি।