মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

- Advertisement -

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার (২ জানুয়ারি)  নগরের মোটেল সৈকতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা।

- Advertisement -google news follower

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবি.এম আবু নোমান, র‌্যাব-৭ এর অধিনায়ক মষিউর রহমান জুয়েল, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেডএম শরীফ হোসেন।

সভায় বক্তারা মাদকদ্রব্যের কুফল সর্ম্পকে তুলে ধরে এ থেকে মুক্তির জন্য সকলের সচেতনার ওপর জোর দেন।

- Advertisement -islamibank

এর আগে সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি সচেতনামূলক র‌্যালি বের করা হয়।

জয়নিউজ/এমএইচকে/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM