ইরাকে মার্কিন রকেট হামলা, ইরানের বিপ্লবী গার্ড প্রধানসহ নিহত ৮

ইরাকের রাজধানী বাগদাদের বিমান বন্দরে মার্কিন রকেট হামলার কমপক্ষে আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের রেভল্যুশনারি গার্ডের এলিট কুর্দস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিও। ইরাকের নিরাপত্তা বাহিনী  শুক্রবার (৩ জানুয়ারী)এ তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বাগদাদের বিমানবন্দরে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদের মধ্যে সোলেইমানিও ছিলেন।

- Advertisement -google news follower

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিপ্লবী গার্ডের প্রধানের নিহতের বিষয়ে বা মার্কিন হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

এর আগে ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস লক্ষ্য করে পাথর ছুড়েছে। সেখানকার নিরাপত্তা চৌকিতে আগুন দিয়েছে। পরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।

- Advertisement -islamibank

আরও হামলার আশঙ্কায় সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM