রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার গেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান তিনি।
১০ সদস্যের ভারতীয় দল রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ করবে। সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করেন শ্রিংলা।
চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব শুভাশিস সিনহা বলেন, প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করবে।
সরকারি হিসাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ। কিন্তু বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী এই সংখ্যা আরো অনেক বেশি।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় কাজ করছে বাংলাদেশ। এ সংকট নিরসনে বরাবরই বাংলাদেশের পাশে থাকার কথা বলেছে ভারত। এর আগে একাধিক দফায় রোহিঙ্গাদের জন্য ত্রাণও পাঠায় তারা।
জয়নিউজ/এডি