সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আসলেই যেন আকাশ থাকবে মেঘলা, নামবে বৃষ্টি। গত দুই সপ্তাহে যেন এটিই রীতি হয়ে দাড়িয়েছে। গেল দুই-তিনদিন নগরে সূর্যের তেজের সামনে কুয়াশারা তেমন পাত্তা পাইনি। সকালে তাপমাত্রা কিছুটা কম থাকলেও সূর্যের মহিমায় পুরো দিন ছিল তাপমাত্রা স্বাভাবিক, সন্ধ্যার পরও বাড়েনি তেমন শীতের তীব্রতা।
একে তো অসময়ে বৃষ্টির আগমন অপ্রত্যাশিত, তার উপর শুক্রবার (৩ জানুয়ারি) ছুটির দিনে বৃষ্টি যখন কনকনে শীত নিয়ে আসে তখন কার ভালো লাগে বলুন? ঘরে থাকলে না হয় কম্বল মুড়িয়ে শুয়ে থাকা কিংবা বেলকনিতে বসে গরম চায়ে চুমুক সে না হয় হলো। কিন্তু দিনমজুর-ছিন্নমূল অথবা যারা প্রয়োজনে বেরিয়েছেন ঘর থেকে তাদের কাছে এমন বেরসিক বৃষ্টি তো দুর্ভোগই বটে।
নগরের অলঙ্কার মোড় থেকে দুপুরে ছবিগুলো তোলা।