ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া রয়েছে বহু মানুষ নিখোঁজ।
যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন কোটি মানুষের বসতি এই জাকার্তা অঞ্চলে বন্যার আঘাত সবচেয়ে ভয়াবহ। এই শহরের অনেকাংশ বন্যায় ডুবে গেছে এবং অনেক মানুষ ঘরছাড়া হয়েছে।
প্রায় চার লাখ মানুষকে বন্যা উপদ্রুত অঞ্চল থেকে অন্যত্র নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। যারা বিভিন্ন কারণে নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে পারেননি তারা জলাবদ্ধ বাড়িঘরে মানবেতর জীবন-যাপন করছেন।