আলোচিত কাতালান ডার্বিতে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। এস্পানিওলের সঙ্গে তারা ম্যাচ শেষ করেছে ২-২ গোলে।
শনিবার রাতে এস্পানিওলের মাঠ খেলে বার্সা। ডেভিড লোপেজের গোলে ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা।
তবে বিরতির পর গোছালো ফুটবল উপহার দেয় বার্সা। পাঁচ মিনিট যেতেই (ম্যাচের ৫০ মিনিট) সমতায় ফেরে তারা। জর্দি আলবার ক্রস থেকে গোল করেন লুইস সুয়ারেস।
৯ মিনিট পর এগিয়ে যায় সফরকারীরা। এবার সুয়ারেসের পাস থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় আর্তুরো ভিদাল।
ম্যাচের ৭৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। প্রতিপক্ষের ফুটবলারের জার্সি টান দিলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এই লালকার্ডের কারণেই ব্যাকফুটে চলে যায় বার্সা।
৮৮ মিনিটে গোল করে সমতায় ফেরে এস্পানিওল। গোলটি করেন উ লেই। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
তবে পয়েন্ট হারালেও লা লিগায় এখনো শীর্ষে রয়েছে বার্সা। ১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪০। রিয়াল মাদ্রিদেরও সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা পিছিয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
জয়নিউজ