আমেরিকার সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সোলেমানির হত্যার ‘প্রতিশোধ’ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ইরানের পক্ষে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ‘ইরান সাইবার সিকিউরিটি গ্রুপ হ্যাকারস’।
স্থানীয় সময় শনিবার (০৪ জানুয়ারি) দিবাগত রাতে ফেডারেল ডেপোজিটরি লাইব্রেরি প্রোগ্রামের (এফডিএলপি) ওয়েবসাইট হ্যাক করা হয়। এ তথ্য জানায় যুক্তরাজ্যের ডেইলি স্টার।
ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে সতর্কবার্তায় লেখা হয়েছে, ইরানের সাইবার সক্ষমতার এটা সামান্য একটি নমুনা মাত্র। এটা ইসলামিক রিপাবলিক অব ইরানের পক্ষ থেকে বার্তা।
সতর্কবার্তায় আরও লেখা হয়, ‘আমরা এ অঞ্চলে আমাদের বন্ধুদের সহায়তা বন্ধ করবো না। ফিলিস্তিন এবং ইয়েমেনে নির্যাতিত জনগণের প্রতিও সহায়তা অব্যাহত থাকবে। সিরিয়ার সরকার এবং ইরকি জনগণের পাশাপাশি তাদের সরকারের প্রতিও থাকবে সমর্থন। বাহরাইনে নির্যাতিতদের পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর প্রতিও সহযোগিতা অব্যাহত থাকবে। তারা সবসময় আমাদের সহায়তা পাবেন।’
প্রস্তুতির কথা জানিয়ে ইরান সাইবার সিকিউরিটি গ্রুপ হ্যাকারসরা হুমকি দেয়, আমরা সবসময় প্রস্তুত আছি। হামলা চলবে।
এদিকে ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিকৃত একটি ছবি ঝুলিয়ে দেওয়া হয়।
সাইবার হামলার পর থেকেই ফেডারেল ডেপোজিটরি লাইব্রেরি প্রোগ্রামের (এফডিএলপি) ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না।
জয়নিউজ