আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, বঙ্গবন্ধু হত্যায় যারা জড়িত তাদের বিচার বন্ধ করতে কেন ইনডেমনিটি সংবিধানে সংযোজন করেছিল বিএনপি। তাহলে কি এর নেপথ্যে তারা জড়িত ?
সোমবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদ দেশ ছাড়ার ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে এই খুনিদের বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন তিনি। এমনকি ’৭৫ এর হত্যাকা-ে জড়িতদের জিয়াউরনিজস্ব প্রতিবেদক রহমান ওয়েল ডান বলেছিলেন। এতে বোঝা যায়, এর নেপথ্যে কারা জড়িত ছিল।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ৬ জনকে ফিরিয়ে আনার দাবি জোরদার হচ্ছে। রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা চলছে। দেশটিতে একটি মামলা লড়ছে বাংলাদেশ।
তিনি জানান,কানাডার মৃত্যুদ-বিরোধী আইন শিথিল করে নূর চৌধুরীকে ফেরত আনতেও মামলা করেছে বাংলাদেশ।
জয়নিউজ/আরসি