চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, সুষ্ঠু ভোট হলে জনগণই নৌকা ডুবিয়ে দেবে। বিএনপি নেতাদের নৌকা পুড়িয়ে দেওয়ার দরকার নেই।
রোববার (৫ জানুয়ারি) ধানের শীষের পক্ষে মোহরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগে তিনি এ কথা বলেন।
সুফিয়ান বলেন, নির্বাচনের মাঠে ধানের শীষের জোয়ার দেখে আওয়ামী লীগের প্রার্থী এবং সমর্থকদের মাথা খারাপ হয়ে গেছে। তারা বুঝে গেছেন, সুষ্ঠু নির্বাচন হলে পাঁচ শতাংশ মানুষের সমর্থনও পাবেন না।
সুফিয়ান আরও বলেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান ও বোয়ালখালীর পৌর মেয়র আবুল কালাম আবুর মত পরিচছন্ন দু’জন নেতার বিরুদ্ধে নৌকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ হাস্যকর। অথচ আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা প্রতিদিন আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ সমর্থিতরা দু’বার হামলা করেছে। এছাড়া ভয়ভীতি, হুমকি-ধমকি এবং পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও তারা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বাজারদর সরকারের নিয়ন্ত্রণে নেই। দ্রব্যমূল্যের দাম হু-হু করে বাড়ছে। মানুষের আয়ের চেয়ে ব্যয় বেড়েছে। সমাজে দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে গেছে। এসবের কারণে মানুষ সরকারের বিরুদ্ধে চলে গেছে। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন আহমেদ, ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মো. শহীদ, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি কাউন্সিলর মো. আজম, নগর বিএনপির সহসম্পাদক একেএম পেয়ারু, মো. ইদ্রিস আলী, আলমগীর নূর, নগর বিএনপির সদস্য ইউসুফ সিকদার, জাকির হোসেন শাহেদা বেগম, আফরোজা বেগম জলি, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক ফিরোজ খান, বিএনপি নেতা দিদারুল আলম হিরামন, নুরুল আলম লিটন, শহীদুল আলম বাদশা, মো. ইব্রাহিম, ম. হামিদ, শহীদুল আলম শহীদ, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, জমির উদ্দিন মানিক, এসএম ফারুক, আকতার হোসেন, মো. জাবেদ, জয়নাল আবেদীন, আবদুল আজিজ, মনসুর আলম, শহীদুল আলম ছোটন, মো. সরওয়ার ও ছাবের আহমদ।
জয়নিউজ/কাউছার/বিআর