লক্ষীপুর জেলা পুলিশকে অ্যাম্বুলেন্স প্রদান

লক্ষীপুর জেলা পুলিশের কাছে ৪৫ লক্ষ টাকা দামের একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ লাইনস হলরুমে আনুষ্ঠানিকভাবে সেলিনা শহীদ ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাম্বুলেন্সটির চাবি গ্রহণ করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন চেয়ারম্যান কুয়েত প্রবাসী কাজী শহিদুল ইসলাম পাপুল, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, রায়পুর পৌর মেয়র ইসমাইল হোসেন।

- Advertisement -

কাজী শহিদুল ইসলাম পাপুল জানান, জনগণের কল্যাণের স্বার্থেই আমি কাজ করি। যতদিন বাঁচবো সেবা করে যাবো।

- Advertisement -google news follower

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আগের চেয়ে লক্ষীপুরের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে। এই এলাকায় সন্ত্রাস, চুরি, ডাকাতি এখন নেই। জনগণকে নিরাপত্তা দিতে কাজ করে পুলিশ। কিন্তু এতদিন পুলিশের কোনো সদস্য অসুস্থ হলে অটোরিকশা বা সিএনজি খুঁজতে খুবই ভোগান্তি পোহাতে হত। পুলিশের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হয়েছে। পাপুলের দেয়া অ্যাম্বুলেন্সটা পুলিশের সহায়ক হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM