কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা, নিহত ৩

কেনিয়ায় এক জঙ্গি হামলায় মার্কিন সামরিক বাহিনীর এক সদস্যসহ তিনজন নিহত হয়েছে। আক্রান্ত ঘাঁটিটি কেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সৈন্যরা ব্যবহার করতো বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।

- Advertisement -

রোববার (৫ জানুয়ারি) সোমালিয়া সীমান্ত সংলগ্ন কেনিয়ার লামু কাউন্টির মার্কিন ঘাঁটিতে ওই হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

- Advertisement -google news follower

মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড প্রাণহানির তথ্য নিশ্চিত করে বলেছে, লামু কাউন্টির মান্ডা বে এয়ারফিল্ড ঘাঁটিতে আল-শাবাবের হামলায় মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে কর্মরত দুই আমেরিকানও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, লামু কাউন্টির মান্ডা বে এয়ারফিল্ড ঘাঁটিতে আল-শাবাবের যোদ্ধাদের সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ চলে প্রায় চার ঘণ্টা ধরে।

- Advertisement -islamibank

আফ্রিকা কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত দুই আমেরিকানের অবস্থা স্থিতিশীল রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে তেহরানের সঙ্গে যখন ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, তখন কেনিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ওয়াশিংটনের জন্য নতুন সঙ্কট তৈরি করেছে।

জেনারেল সোলেইমানি হত্যা ঘিরে এ দুই দেশের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশের হুমকি-পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

পাল্টা হামলায় ৫ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে কেনিয়ার সামরিক বাহিনী। তাৎক্ষণিকভাবে কেনিয়ার সামরিক বাহিনীর হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে, আল-শাবাবের এক বিবৃতিতে দাবি করা হয়, মার্কিন সামরিক বাহিনীর সাতটি বিমান, তিনটি সামরিক যান ধ্বংস করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কোনও তথ্য দেয়া হয়নি ওই বিবৃতিতে।

কট্টর ইসলামি আইনের শাসন ও সোমালিয়ার ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM