লোহাগাড়ায় কৃষি জমিতে রাখা খড়ের গাদা থেকে বেরিয়ে এলো ১২ ফুট লম্বা অজগর।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘী পাড় এলাকায় এ সাপ দেখতে পান স্থানীয় কৃষক মো. হাবিব।
তিনি জয়নিউজকে বলেন, চলতি আমন মৌসুমে ধান মাড়াইয়ের পর খড়ের গাদা তৈরি করা হয়। কিছুদিন পর গাদা থেকে খড় অন্যত্র সরিয়ে নেওয়ার সময় অজগর সাপটি বেরিয়ে আসে। পরে সাপটি রশি দিয়ে বেঁধে রেখে চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তাকে খবর দেওয়া হয়। তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে লোহাগাড়া চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জু আলম জয়নিউজকে বলেন, অজগরটি উদ্ধার করে চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত অজগরটি ১২ ফুট লম্বা ও ১২ কেজি ওজন। এ ধরণের অজগর বনাঞ্চলে থাকে বলে জানান তিনি।