সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু

মার্কিন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে অন্তত ৩৫ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৮ জন।

- Advertisement -

মঙ্গলবার (৭ জানুয়ারি) ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হুরিয়াত এ তথ্য জানিয়েছে।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেরমান প্রদেশে মঙ্গলবার সোলাইমানির দাফন সম্পন্ন হওয়ার কথা ছিল। জানাজায় যোগ দিতে যাওয়া অনেকে পদদলিত হয়ে মারা যায়।

আরো পড়ুন: ট্রাম্পের টুইট: ইরানের ৫২ স্থানে হামলার হুমকি

- Advertisement -islamibank

প্রাথমিকভাবে হতাহতের কোনো সংখ্যা জানায়নি ইরানের সরকারি গণমাধ্যম। তবে অনলাইনে পোস্ট করা ভিডিওতে রাস্তায় অনেকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অনেককে আহত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে।

ইরানের জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রধান পিরহোসেইন কুলিভান্দ টেলিফোনে প্রেস টিভিকে বলেছেন, দুভার্গ্যজনকভাবে জানাজায় পদদলিত হয়ে আমাদের কিছু দেশবাসী আহত হয়েছেন এবং নিহত হয়েছেন কয়েকজন।

আরো পড়ুন: ‘ইরানের সঙ্গে যুদ্ধ সব যুদ্ধের জননী’

এর আগে শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি। রোববার তার লাশ দেশে ফেরত আসে। অসম্ভব জনপ্রিয় সোলাইমানির একাধিক জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানে সোমবার আজাদি এলাকা থেকে ইমাম হোসেইন স্কয়ার পর্যন্ত ১১ কিলোমিটার এলাকায় হাজির হয়েছিল ৭০ লাখ মানুষ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM