চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শীতের তীব্রতায় দেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। অসহায় ও গরীব মানুষের অবস্থা খুবই করুণ। অগণতান্ত্রিক সরকার দেশের অসহায়, গরীব, শীতার্ত মানুষের কথা ভুলে গেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে নগরের ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে শীতার্থদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শীতার্থ মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে বক্কর বলেন, এ অবস্থায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব।
১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর বিএনপির সহপ্রশিক্ষণ সম্পাদক শফিক আহমদ, সহসমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মো. নাছির উদ্দিন, মো. ইলিয়াছ, মো. ফজল আলি, মো. রফিক, মো. সিজান, মো. জাবেদ, মো. আবুল হোসেন, মো. রবিউল, মো. জামাল ও মো. ইব্রাহীম প্রমুখ।