নির্বাচনে পর্যাপ্ত ফোর্স রাখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে। কোনো সংঘাত নেই। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাদের সঙ্গে কথা বলে জেনেছি তাদের মধ্যে কোনো আতঙ্ক নেই। আশাকরি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ করতে পারব।
ইভিএম নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু অভিযোগের ভিত্তি আছে কি-না তা আগে দেখতে হবে। ইভিএমে ভোট হলে কখনও একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই।
সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেচুর রহমান, বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ।