উন্নয়নের নামে স্বপ্ন দেখানো হচ্ছে বোয়ালখালীতে: গোলাম আকবর

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, ১১ বছরে বোয়ালখালীতে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। তবে উন্নয়নের নামে শুধু স্বপ্ন দেখানো হয়েছে।

- Advertisement -

বুধবার (৮ জানুয়ারি) উপনির্বাচনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষের পক্ষে বোয়ালখালীর পোপাদিয়ায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

তিনি আরও বলেন, বর্তমানে বোয়ালখালীর যোগাযোগ ব্যবস্থার বেহালদশা। কালুরঘাট ভান্ডালজুড়ি সড়ক বিএনপির আমলেই তৈরি করা হয়েছিল। যোগাযোগের নতুন কোনো সড়ক তৈরি করা হয়নি। সরকার সমর্থকরা নিজেদের পকেট ভারি করেছে। এখন নতুন করে স্বপ্নের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণার দিন শেষ। উন্নয়নের নামে স্বপ্ন দেখিয়ে লাভ নেই।

বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সড়কটির একপাশ দীর্ঘ ৬ বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। এতে মানুষের চরম ভোগান্তি হলেও সরকার কোনো পদক্ষেপ নেননি। এ সরকার প্রতিটি সেক্টরেই ব্যর্থ হয়েছে। তাই ১৩ জানুয়ারি আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিয়ে চট্টগ্রামের প্রতি অবহেলার জবাব দিন।

- Advertisement -islamibank

বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, নির্বাচনি এলাকার প্রতিটি জায়গায় আমরা ধানের শীষের আবেদন নিয়ে আমরা যাচ্ছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। অন্যান্য নির্বাচনের চেয়ে এবার আরও বেশী সাড়া পাচ্ছি। কারণ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির প্রহসনের নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি।

জনগণ এবারও ভোট দিতে পারবে কি-না, ভোট কেন্দ্রে যেতে পারবে কি-না তা নিয়ে শঙ্কিত। আমরা মানুষকে তাদের শঙ্কা দূর করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ইভিএম একটি প্রযুক্তি। এই ইভিএম দিয়ে বহুমুখী কারচুপি করার সুযোগ আছে। ইভিএম মেশিন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি সদস্য মফজল আহমদ চৌধুরী, মুজিবুর রহমান চেয়ারম্যান, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জিয়াউদ্দিন আশফাক, বিএনপি নেতা হাজী মো. ইসহাক চৌধুরী, নুরুন নবী চৌধুরী, মো. কামাল উদ্দিন, দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি সৈয়দ মো. সাইফুদ্দিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সেলিম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহসিন খোকন, বিএনপি নেতা আমিনুল ইসলাম মুন্সি, দিদারুল আলম লিটন, ইকবাল হোসেন, আছহাব উদ্দিন দুলাল, মো. বখতেয়ার মেম্বার, তছলিম উদ্দিন, আবদুস সালাম, আবদুর মান্নান, জয়নাল আবেদীন আরজু, মোহাম্মদ আলী, সরওয়ার আলম, সাইদুল হাসান হিমু, ইসকান্দর মির্জা, আবু নাসের মন্নান, মো. সেলিম ও মো. আজিম।

অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মতিউর রহমান রাসেল, এনামুর হক সজীব, সাইদুল হক, মো. লোকমান, শওকত হোসেন জাহেদ, মো. ইসকান্দর, মনিরুল ইসলাম ডালিম, সরওয়ার আলম টুটুল, মো. ফোরকান, মো. জুনাইদ, মো. ওসমান গণি, মো. আলমগীর, আশরাফ মামুন, সিদ্দিক আজাদ রিহাদ, মো. এরফান, জয় দে, মো. জিসান, মো. রাসেল, শিহাব উদ্দিস, মো. সায়েম ও মো. এমরান প্রমুখ।

জয়নিউজ/কাউছার/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM