পটিয়ার মুন্সেফবাজার থেকে ১ হাজার ৫০০ ইয়াবাসহ মো. ইব্রাহিম (১৯) নামে এক কিশোরকে আটক করেছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল দশটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ইব্রাহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের মো. শফির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার পৌরসভার মুন্সেফবাজার এলাকায় ওত পেতে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যদের হাতে আটক হন। এসময় তার পরণের প্যান্টের পকেট হতে ১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন জয়নিউজকে বলেন, আমরা গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারি একজন কিশোর মাদকব্যবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে পরিবহণের কৌশল পাল্টানোর জন্য পটিয়া মুন্সেফবাজার এলাকায় নেমে অন্য গাড়িতে উঠার সময় তাকে আমরা চ্যালেঞ্জ করে তার পরণের প্যান্টে থাকা বিশেষ কায়দায় টেপ দিয়ে মোড়ানো ১ হাজার ৫০০ ইয়াবাসহ আটক করি। জিজ্ঞাসাবাদে সে জানায় ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে যাওয়ার উদ্দেশে কক্সবাজার হতে নিয়ে আসছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।