সরকারের অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা সুষ্ঠু ধারার রাজনীতির বিরুদ্ধে গিয়ে সবসময়ই সন্ত্রাসী কর্মকাণ্ডকে পৃষ্টপোষকতা করে।
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে পূর্ব মোহরার সরলিয়া পাড়া ও হিন্দুপাড়ায় গণসংযোগ এবং কেন্দ্র কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
এ সময় সুজন বলেন, আন্দোলনের নামে তারা যেভাবে জ্বালাও পোড়াও করে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ পুড়িয়ে নষ্ট করেছে তাতে ’৭১ সালের পাকিস্তানিদের গণহত্যার চেহারা ভেসে ওঠে। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই এই আসনের ভোটাররাও কোনভাবেই বিএনপিকে ভোট দিবে না এটা বুঝতে পেরে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে তারা নির্বাচনের পরিবেশ বানচাল করতে চায়।
গণসংযোগ এবং মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, মোহরা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. রফিকুল আলম, যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, আলী রিয়াজ রক্সি, অনির্বাণ দাশ বাবু, নগর ছাত্রলীগের সভাপতি এম ইমরান আহমেদ ইমু, নির্বাচনি কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক, সদস্য সচিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগ নেতারা।