ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনার উদ্বোধনের পর পটিয়ায় ক্ষণগণনা উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ও সাংসদ সামশুল হক চৌধুরী।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা পটিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
ক্ষণগণনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুল খালেক, আবু ছালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাস্টার রিটন নাথ।
পরে টিভি ও বেতার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পটিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের উপর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।