মানবীয় ভুলে বিমান বিধ্বস্ত: ইরান

ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়াকে ‘মানবীয় ভুল’ বলে স্বীকারোক্তি দিয়েছে ইরান।

- Advertisement -

গত বুধবার তেহরানে যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হয়। তখন যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

- Advertisement -google news follower

তখন ইরানের কর্মকর্তারা এটিকে মিথ্যা আখ্যা দিয়ে বলেছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনায় পড়ে ওই বিমানটি।

কিন্তু শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মানবীয় ভুলের কথা স্বীকার করা হয় বলে রয়টার্স জানিয়েছে।

- Advertisement -islamibank

এতে বলা হয়, বিমানটি স্পর্শকাতর সামরিক স্থাপনার খুব কাছ দিয়ে উড়ছিল এবং মানবীয় ভুলের কারণে এটি বিধ্বস্ত হয়েছে। এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

ইরাকের দুটি মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘণ্টা দুয়েক পর ইউক্রেইনের বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি তৈরি করেছিল মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং। ওই বিমানের যাত্রীদের বেশিরভাগই ছিলেন ইরান ও কানাডার নাগরিক।

বিধ্বস্তের পর ঘটনা বিশ্লেষণ করে এর জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের আঘাতকেই দায়ী করেন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM