নগরের ৪১টি ওর্য়াডে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শনিবার (১১ জানুযারি) সকালে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের টিএন্ডটি কলোনি বিদ্যালয়ে এই ক্যাম্পনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এবছর ৬-৫৯ মাস বয়সী ৫ লাখ ৩০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে চসিক।
নগরের ৪১ ওয়ার্ডের ১ হাজার ২৮৮টি কেন্দ্রে ৬-১১ মাসের ৮০ হাজার শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে শিশুকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টিবার্তাও প্রচার করা হবে।
এছাড়া ২০টির বেশি ভ্রাম্যমাণ টিম বাস, রেল, লঞ্চ স্টেশন, নগরের প্রবেশমুখ সিটি গেইট, কর্ণফুলী শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, অক্সিজেন মোড়ের ভাসমান শিশুদেরকেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন।