আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে মনোনয়ন না পেলেও তাঁকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিলে দেওয়া ক্ষমতাবলে মোহাম্মদ সাঈদ খোকনকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনীত করেছেন।
২০১৫ সালে ডিএসসিসির মেয়র নির্বাচিত হন অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র হানিফের ছেলে সাঈদ খোকন। তবে এবার তাঁর পরিবর্তে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
জয়নিউজ