বাঁ হাতে ১৪টি সেলাইয়ের পরও চট্টগ্রামের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে খেলতে নেমেছেন মাশরাফি। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহর সঙ্গে টস করতে নামেন তিনি।
এর আগে শনিবার খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রাইলি রুশোর শট আটকাতে গেলে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন তিনি। ডাক্তাররা সেই হাতে ১৪টি সেলাই করেন।
বাম হাতে এতবড় ইনজুরি। ইলিমিনেটর রাউন্ডে ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি মাঠে নামবেন কিনা এটাই ছিল বড় প্রশ্ন। তখন মাশরাফির উত্তর ছিল- আমি খেলবো। যেভাবেই হোক খেলবো।
শেষ পর্যন্ত কথা রেখেছেন মাশরাফি। বাঁ হাতের ১৪টি সেলাই নিয়ে মাঠে নেমেছেন মাশরাফি। টসে হেরে প্রথমে ব্যাট করছে ঢাকা।
টস করার সময় সঞ্চালক হাতের অবস্থা জিজ্ঞেস করলে মাশরাফি বলেন, আপনি যখন খেলতে নামবেন, তখন কি অবস্থা তা নিয়ে অভিযোগ করতে পারেন না। আজ আমি খেলতে নেমেছি, এটাই হলো শেষ কথা।
জয়নিউজ