পিতার জায়গায় নির্বাচিত হলেন ছেলে

খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে পিতার জায়গায় নির্বাচিত হয়েছেন ছেলে মো. আলী হায়দার শিপন ভূঁইয়া।

- Advertisement -

সোমবার(১৩ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার পলাশ কান্তি চাকমা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

- Advertisement -google news follower

মাটিরাঙা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহ-রিটার্নিং কর্মকর্তা এসএম মহিউদ্দিন জয়নিউজকে বলেন, সোমবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ৭নং ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. আলী হায়দার শিপন ভূঁইয়া ৯শ’ ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বি মো. হারুন মিয়া পেয়েছেন ২শ’ ২৬ ভোট।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রয়াত পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করাসহ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করার ঘোষণা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত তরুণ জনপ্রতিনিধি শিপন ভূঁইয়া।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাশেম ভূঁইয়ার মৃত্যুজনিত কারণে আসনটি শূণ্য হয়। নির্বাচন কমিশন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১৮ ডিসেম্বর ২০১৯ উপ-নির্বাচনের তফসীল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

জয়নিউজ/জাফর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM