পাল্টাপাল্টি অভিযোগ আর শঙ্কার মধ্যেই শেষ হলো চট্টগ্রাম- ৮ আসনের উপনির্বাচন। এ নির্বাচনে ১৭০ আসনের মধ্যে ১০১ আসনের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ এগিয়ে রয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি)এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ প্রার্থী অংশগ্রহণ করলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে।
১০১ আসনের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ পেয়েছেন ৩৬ হাজার ২শ’ ২৯ ভোট। ধানের শীষ প্রতীকে মো. আবু সুফিয়ান ১১ হাজার ৪শ’ ৩১ ভোট, আপেল মার্কায় মো. এমদাদুল হক ১শ’ ৪৪ ভোট, চেয়ার প্রতীকে সৈয়দ মো. ফরিদ উদ্দিন ৪শ’ ২৭, কুড়েঘর প্রতীকে বাপন দাশগুপ্ত ৩শ’ ৪ ভোট ও টেলিভিশন প্রতীকে এসএম আবুল কালাম আজাদ ৫শ ২৪ ভোট।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে এ শূন্যআসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।