টুইট করে ফাঁসলেন উদয় চোপড়া!

‘ভারতে যেন মাদক বৈধ করা হয়। এটি দেশের অর্থনীতি ও চিকিৎসাক্ষেত্রে ভালো অবদান রাখবে’ বলে টুইটার একাউন্টে পোস্ট করেন প্রযোজক ও অভিনেতা উদয় চোপড়া। তার এ ব্যাপারটি ভালো চোখে দেখেনি মুম্বাই পুলিশ।

- Advertisement -

মাদকের বৈধতার টুইটের পর সঙ্গে সঙ্গে আরেকটি টুইট করে উদয় এও জানিয়ে দেন, তিনি মাদক সেবন করেন না। তার মনে হয়েছে মাদকে বৈধতা আনলে সুবিধাই হবে। তিনি এও লিখেছেন, হোলি, দোল উৎসবে ভাং খাওয়া হয়, তা মাদকের কাছাকাছি। শতাব্দী ধরে প্রথার মতো ব্যবহার হয়ে আসছে এই ভাং খাওয়া। শিবরাত্রিতেও সাধুরা শিবের নাম করে মাদক সেবন করেন।

- Advertisement -google news follower

এই টুইট করার অপরাধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদয় চোপড়াকে সতর্ক করে দিলো ম্মম্বাই পুলিশ। উদয় টুইটারে মাদকের পক্ষে টুইট করার দুদিন পরই মুম্বাই পুলিশের টুইটার থেকে উদয়ের উদ্দেশে বার্তা দেওয়া হয়।

জয়নিউজ/এসআই/জেডএইচ

- Advertisement -islamibank

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM