ইরাকের আল-তাজি বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সদস্যরা এই ঘাঁটিতে অবস্থান করছে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, রাজধানী বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার উত্তরে আল-তাজি বিমান ঘাঁটি আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) অন্তত দুটি কাতিউসা রকেট এই ঘাঁটিতে আছড়ে পড়েছে।
এ ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইরাকের সৈন্যরা ছাড়াও মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের রয়েছে। এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলছে, হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই বিমান ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেনি।
তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ বলছে, মার্কিন সৈন্যদের উপস্থিতি থাকায় ইরান-সমর্থিত শিয়াপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্ভাব্য টার্গেটে পরিণত হতে পারে আল-তাজি বিমান ঘাঁটি।
গত ৩ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর ওই অঞ্চলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের তীব্র উত্তেজনা চলছে।
জয়নিউজ/পিডি