চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পৃষ্ঠপোষকতায় এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহসভাপতি মো. ফারুকুল ইসলাম।
ফেডারেশনের নির্বাহী সদস্য সিজেকেএস এ্যাথলেটিক্স কমিটির সম্পাদক মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু), সিজেকেএস এ্যাথলেটিক্স কমিটির চেয়ারম্যান এবং প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান মোজাম্মেল হক, সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী, মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. জামাল হোসেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও প্রতিযোগিতার মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক আলী আব্বাস, সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাহী সদস্য মো. আমিনুল ইসলাম, ইউসুফ খান পাঠান, মো. মজিবুর রহমান, হাবিবুর রহমান ভূঁইয়া, ফারহাদ জেসমিন লিটি, মো. সাইফুর রহমান রাজ্জাক, শামীমা সাত্তার মিমু, মাহবুবা হোসেন বেলী, যতিন কুমার দাস, শ্রীনিবাস হালদার, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, মনোরঞ্জন দে, সিজেকেএস এ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান এসএম শহীদুল ইসলাম, ইসমাইল কুতুবী, ডেরিক র্যা ন্ডলফ, রুহুল আমিন, মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, মিলজার হোসেন, সদস্য ইবাদুল হক লুলু, জ্যোৎস্না আফরোজ, শর্মিষ্ঠা রায়, স্মরনিকা চাকমা, ফুলিনা চৌধুরী, মো. সরওয়ারুল আলম সোহেলসহ সিজেকেএস কাউন্সিলর, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা।
জয়নিউজ/বিআর